এই উপজেলার পরিষদের পাশেই বিশাল খেলার মাঠ আছে। এখানে বিশেষ বিশেষ দিবসে খেলা ধূলার আয়োজন করা হয়। আর অন্যান্য দিনে এখানে স্থানীয় ছেলে মেয়েরা খেলা ধূলার প্র্যাকটিস করে। সরকারী ও বেসরকারী ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। এ ছাড়া এলাকার গ্রামাঞ্চলে এখনো হাডুডু, কাবাড়ি, গোল্লা ছুট, বৌ চি,বদন সহ গ্রামীন খেলাধূলা হয়ে থাকে। বিনোদনের জন্য এই উপজেলায় বেশ কয়েকটি সিনেমা হল নির্মাণ করা হলেও বর্তমানে চালু নেই।
বিশেষ খেলাধূলা - হা-ডু-ডু, দাড়িয়াবান্দা, গোল্লাছুট, কানামাছি, বালিশ খেলা, চেয়ারখেলা, ডাং গুলি, মারবেল প্রভৃতি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস