Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

 

আয়তন: উপজেলার মোট আয়তন ১১৪.০৫ বর্গ মাইল বা ২৯৫.৩৯ বর্গ কিলোমিটার বা ৭২৯৯৪.০০ একর।

 

অবস্থান: ২৪°২৯´ থেকে ২৪°৪৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°২৪´ থেকে ৮৮°৩৮´ পূর্ব দ্রাঘিমাংশ।

 

সীমানা: তানোর উপজেলার গা ঘেঁষে যে উপজেলাগুলো রয়েছে: উত্তর-পুর্বে মান্দা ও উত্তর-পশ্চিমে নিয়ামতপুর, পশ্চিমে নাচোল ও চাপাই নবাবগঞ্জ সদর, দক্ষিণে পবা ও  দক্ষিণ-পশ্চিমে গোদাগাড়ি, পুর্বে  মোহনপুর ও পূর্ব-দক্ষিণে পবা।

 

জনসংখ্যাঃ  ২০১১ সালের হিসাব মতে তানোরের মোট জনসংখ্যা ১৯১৩৩০ জন। পুরুষ ৯৪০৪১ জন এবং মহিলা ৯৭২৮৯ জন। মুসলমান ৮২.৩২%, হিন্দু ১০.৪৪%, খৃস্টান ২.১৩% (এরা প্রায় সবাই সাঁওতাল থেকে ধর্মান্তরিত খৃস্টান), বৌদ্ধ ০.২০% অন্যান্য ৪.৯১%। উপজাতিদের মধ্যে সাঁওতাল উল্লেখযোগ্য। কিছু রাজবংশীও আছে।

 

আদিবাসীঃ এ উপজেলায় সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

 

জলাশয় প্রধান নদী:এই উপজেলা দিয়ে বয়ে গেছে একমাত্র নদী  শিব নদী।