তানোর উপজেলা পরিষদের জুন/২০১৮ মাসের মাসিক সাধারণ সভার কার্যবিবরণী ।
সভাপতি ঃ জনাব মোঃ এমরান আলী মোলস্না
চেয়ারম্যান, উপজেলা পরিষদ
তানোর, রাজশাহী।
সভার স্থান ঃ উপজেলা পরিষদ মিলনায়তন
তানোর, রাজশাহী।
সভার তারিখঃ ০৭/০৬/২০১৮খ্রিঃ।
সভার সময় ঃ বেলা ২.০০ টা
সভায় উপস্থিত সদস্যগণের নামের তালিকা পরিশিষ্ট ‘‘ ক ’’ দ্রষ্টব্য।
সভায় অনুপস্থিত সদস্যগণের নামের তালিকা পরিশিষ্ট ‘‘খ’’ দ্রষ্টব্য।
অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভা শুরম্ন করেন। মানণীয় জাতীয় সংসদ সদস্য, ৫২-রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) জনাব আলহাজ্ব ওমর ফারম্নক চৌধুরী অদ্যকার সভায় উপস্থিত থেকে উপদেষ্টার চেয়ার অলংকৃত করায় কৃতজ্ঞতার সাথে সমেত্মাষ প্রকাশ করা হয়। অতঃপর গত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয়। পঠিত কার্যবিবরণীতে কোনরূপ সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে তা দৃঢ়ীকরণ করা হয়।
ক্রঃনং |
বিভাগের নাম |
আলোচ্য বিষয় |
সিদ্ধামত্ম |
বাসত্মবায়ন কর্তৃপক্ষ |
০১ |
কৃষি বিভাগ |
উপজেলা কৃষি কর্মকর্তা সভায় জানান যে, ১। আউশ প্রণোদনার আওতায় উফশী জাতের ১৪৫০ জন এবং নেরিকা জাতের ৩০০ জন চাষীর মাঝে নগদ অর্থ বিতরণের কাজ শেষ। ২। ৫০ শতাংশ ভূর্তকির আওতায় ২টি ধান কর্তনের রিপার বিক্রি করা হয়েছে। ৩। হঠাৎ বন্যায় এবং শিলা বৃষ্টিতে ক্শতিগ্রস্থ জমি পরিদর্শন ও কৃষক ভাইদের করনীয় বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। ৪। আলু উঠানোর পর বোরো ধানের বস্নাস্ট রোগ এবং কারেন্ট পোকা সর্ম্পকে র্কৃষক সমাবেশ এবং এ বিষয়ে ১০,০০০ কপি লিফলেট বিতরণ। বিভিন্ন রোগবালাই সর্ম্পকে উঠান বৈঠক, কৃষক সমাবেশ এবং লিফলেট বিতরণ করা হয়েছে। ৫। নিরাপদ এবং বিষমুক্ত আম বাজারজাতকরণ এবং সরবরাহের জন্য কৃষক এবং ব্যবসায়ী পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কাজ করছেন। ৬। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বিষমুক্ত সবজী এবং ফসল উৎপাদনের জন্য গত ০৮ ও ০৯ মে মোট ৩৬০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া উদ্বুদ্ধকরনের জন্য ভার্মি কম্পোস্ট উৎপাদনে সহযোগিতা করা হয়েছে। ৭। নির্বিঘ্নে বোরো ধান সংগ্রহে উপসহকারি কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কাজ করছেন। ৮। তানোর উপজেলার সকল কৃষকের নাম ঠিকানা, মোবাইল নাম্বারসহ তাদের ডাটা নিজ খরচে এন্ট্রি করা হয়েছে। এন্ট্রিকৃত কৃষকগণ ৩৩৩১ এই নাম্বারে কল করলে তার এলাকার উপসহকারি কৃষি কর্মকর্তার সাথে কথা বলতে পারবেন। ৯। কৃষি উপকরণ মনিটরিং সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ১০। এছাড়া সরকার নির্ধারিত বিভিন্ন কার্যক্রম, দিবস পালন, সভায় অংশ গ্রহণ, প্রশিক্ষনে অংশ গ্রহণ করা হয়েছে। |
১। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সার্বক্ষণিক মাঠে থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে হবে।
২। কাজের সুষ্ঠু ধারা অব্যাহত রাখতে হবে। |
উপজেলা কৃষি কর্মকর্তা
|
০২ |
মৎস্য বিভাগ |
উপজেলা মৎস্য কর্মকর্তা সভায় জানান যে, এ মাসে তানোর মৎস্য দপ্তর হতে ইউনিয়ন প্রকল্পের আওতায় কার্প নার্সারী, কার্প মিশ্র ও মনোসেক্স তেলাপিয়া প্রদর্শনীর ২৪ জন আরডিএফএফকে ২য় ধাপে ০২ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । ইউনিয়ন প্রকল্পের মোট ০৮টি প্রদর্শনী প্যাকেজের অবশিষ্ট পোনা বিতরণ ও আংশিক উপকরণ সরবরাহ করা হয়েছে। বর্তমান অর্থ বছরে জুমারপাড়ায় ০১টি কুচিয়া চাষ প্রদর্শনী স্থাপন ও পোনা ছাড়া হয়েছে। বিলকুমারী বিলের পাশের নার্সারী পুকুরে রেণু ছাড়া হয়েছিল কিন্তু হঠাৎ অগ্রিম বৃষ্টি হয়ে পুকুরটি ডুবে গেছে এখন আরেকটি পুকুর খোজা হচ্ছে যাতে করে আবার রেণু ছেড়ে পোনা তৈরী করা যায়। অন্যান্য কাজ যেমন নিয়মিত পুকুর পরিদর্শন ও পরামর্শ প্রদান অব্যহত আছে। |
সার্বক্ষণিক মৎস্যজীবিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান রাখাসহ কাজের সুষ্ঠুধারা অব্যাহত রাখতে হবে। । |
উপজেলা মৎস্য কর্মকর্তা |
০৩ |
প্রাণি সম্পদ বিভাগ |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সভায় জানান যে, মে/১৮ মাসে গবাদি পশুর চিকিৎসা ৮৬০টি, হাঁস-মুরগির চিকিৎসা-৩৪২০৭টি, কৃত্রিম প্রজনন-৯৮৮ টি, গবাদি পশুর টিকা প্রদান-১৮৮০টি, হাঁস মুরগীর টিকা প্রদান-৬৭০০০টি, খামারী ও হ্যাচারী পরিদর্শন ০৬টি। প্রশিক্ষণের মাধ্যমে খামারীর দক্ষতা বৃদ্ধি ৪০ জনকে।প্রাণিসম্পদ সেবা ক্যাম্প পরিচালনা ০২টি। এছাড়া দাপ্তরিক অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
|
কাজের সুষ্ঠুধারা অব্যাহত রাখতে হবে।
|
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা |
০৪ |
প্রকৌশলী (এলজিইডি) তানোর। |
উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, ২০১৭-১৮ অর্থ বছরে বার্ষিক উন্নন তহবিল দ্বারা টেন্ডারের মাধ্যমে ও প্রকল্প কমিটির মাধ্যমে প্রকল্পগুলির কাজ চলমান। এছাড়া দাপ্তরিক অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। |
প্রকল্পগুলি জরম্নরী বাসত্মবায়নের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ জানান হয়।
|
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) |
০৫ |
প্রকল্প বাসত্মবায়ন বিভাগ |
উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসার সভায় জানান যে, (১) ১ম পর্যায়ে গ্রামীন অবকাঠামো সংস্কার কাবিটা প্রকল্পের ১০টি প্রকল্পের বিপরীতে ১০ টি প্রকল্পের কাজ সমপন্ন। অগ্রগতির হার (১০০%) ।
(২) গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা-বিশেষ-সংসদীয় আসন ভিত্তিক) ২৪,২০,৯৯৮/- টাকার বরাদ্দের বিপরীতে ০৭টি প্রকল্পের কাজ (১০০%সম্পন্ন) ।
(৩) ২য় পর্যায় গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা- বিশেষ) প্রকল্পের ৭০.০০০ মেঃটন (চাউল) এর বিপরীতে ০৭ টি প্রকল্প পাওয়া গেছে। যাচাই-বাছাই এবং প্রকল্প তালিকা অনুমোদনের জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রেরণ করা হয়েছে।
(৪) গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা সাধারন- ২য় পর্যায়) ৬১.১২৪ মেঃটন (চাউল) বরাদ্দের বিপরীতে ০৭ টি প্রকল্পের কাজ চলমান। অগ্রগতির হার ২৫%।
(৫) ১ম পর্যায়ে টিআর সাধারন ২৪টি প্রকল্পের বিপরীতে ১৭,৬৬,১২০/- টাকা বরাদ্দে ২৪ টি প্রকল্পের কাজ (১০০%সম্পন্ন) ।
(৬) ২য় পর্যায়ে টিআর সাধারন ২৪টি প্রকল্পের বিপরীতে ১৭,৬৫,৪১৭/- টাকা বরাদ্দে প্রকল্প বাসত্মবায়ন কাজ চলমান । অগ্রতির হার ২৫%।
(৭) গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ(টিআর বিশেষ) ১ম পর্যায় ২০,৪৫,২০৩/- টাকার বিপরীতে ৩৩ টি প্রকল্পের কাজ ১০০%সম্পন্ন।
(৮) ২য় পর্যায় গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর বিশেষ) ১৭,০০,০০০/- টাকা বরাদ্দের বিপরীতে ৩৩ টি প্রকল্পের তালিকা পাওয়া গেছে। জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রেরণ করা হয়েছে। (০৯) গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা), গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি.আর) সাধারন ১ম ও ২য় পর্যায়ের জন্য (সোলার অংশের) ১৭ টি প্রকল্প বাসত্মবায়নের কাজ চলমান। অগ্রগতির হার ৯০%।
|
|
উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা |
|
প্রকল্প বাসত্মবায়ন বিভাগ |
(১০) গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা), গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি.আর) সাধারন ১ম ও ২য় পর্যায়ের জন্য সংসদীয় আসন ভিত্তিক (সোলার অংশের) জন্য ১,০৮,৬৪,৪৫৬/- বরাদ্দ পাওয়া যায়। ১ম পর্যায়ের প্রকল্প সংখ্যা ১৫ টি। কার্যাদেশ প্রদান করা হয়েছে এবং প্রত্যেক ইঊনিয়ন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে অভিযোগ পাওয়া সোলার প্রকল্পে মেরামতের জন্য পত্র প্রেরণ করা হয়েছে।
(১১) অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২য় পর্যায়ের প্রকল্পের কাজ ১১০৮ টি উপকারভোগীর বরাদ্দের বিপরীতে ৮৮,৬৪,০০০/- বরাদ্দে ৩২টি প্রকল্পের কাজ সম্পন্ন। অগ্রগতির হার ৯৭% ।
(১২) ১,১৩,০০,০০০/- টাকা এইচবিবি রাসত্মার কাজ ০৬টি ইউনিয়নে বাসত্মবায়নের জন্য ০২টি গ্রম্নপে প্রকল্পের কাজ চলমান।অগ্রগতির হার ৯০% ।
|
(১০) সিদ্ধামত্ম- প্রত্যেক ইঊনিয়ন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে অভিযোগ পাওয়া সোলার প্রকল্পে মেরামতের জন্য পত্র প্রেরণ করা হয়েছে।
|
|
||
০৬ |
সমাজসেবা বিভাগ |
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সভায় জানান যে, ১) বাধাইড় এবং চান্দুড়িয়া ইউনিয়নের বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রত্যাশী (২০১৭-১৮) বাছাই সম্পন্ন করা হয়েছে। চলতি মাসে মুন্ডুমালা পৌরসভা ও কলমা ইউনিয়নের বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রত্যাশী বাছাই সম্পন্ন । (২) আরএসএস (সুদ মুক্ত পলস্নী ক্ষুদ্র ঋণ কার্যক্রম) এর আদায় চলমান। এবং বিভিন্ন ইউনিয়নের জরীপ বর্হিভূত প্রতিবন্ধীর জরীপ সম্পন্ন করে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। |
সকল ইউনিয়নে ও পৌরসভায় ভাতাভোগী হয়রানি যেন না হয় সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে। |
উপজেলা সমাজসেবা কর্মকর্তা |
||
০৭ |
প্রাথমিক শিক্ষা বিভাগ |
উপজেলা শিক্ষা অফিসার, তানোর, রাজশাহী সভায় জানান যে, উপবৃত্তি বিতরণঃ প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম( শিওর ক্যাশের মাধ্যমে) সুবিধাভোগীদের নিকট মোবাইলের মাধ্যমে দ্রম্নত সময়ের মধ্যে পৌছে দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে এ সংক্রামত্ম সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
একীভূত শিক্ষা কার্যক্রম বাসত্মবায়নের লক্ষক্ষ্য শিশুদের মাঝে Assistive device বিতরণ অত্র উপজেলার অনুকূলে বিশেষ চহিদা সম্পন্ন শিশুদের জন্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা পাওয়া গেছে। সুবিধাভোগীর তালিকা প্রস্ত্তত কাজ চলমান রয়েছে। সুবিধাভোগীর তালিকা প্রস্ত্তত শেষে দ্রম্নততম সময়ে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষা ২০১৮ এর DR আহবানঃ ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এমন বিদ্যালয় হতে ইতিমধ্যে শিক্ষার্থী/পরিক্ষার্থীদের DR আহবান করা হয়েছে এবং ৩১/০৫/২০১৮ গ্রহণ শেষ হয়েছে। |
সকল ধরণের কাজের সুষ্ঠুধারা অব্যাহত রাখাসহ শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন অব্যাহত রাখতে হবে।
|
উপজেলা শিক্ষা কর্মকর্তা
|
||
৮ |
স্বাস্থ্য বিভাগ |
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান যে, মে/১৮ মাসে অমত্মঃ বিভাগে ভর্তি রোগী বহিঃ বিভাগে রোগীর নিয়মিত চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে উপ স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা প্রদান অব্যাহত আছে। এছাড়া দাপ্তরিক কাজ নিয়ম অনুযায়ী সমেত্মাষজনকভাবে চলছে।
|
কাজের সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হয়। |
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা
|
||
০৯ |
পরিবার পরিকল্পনা বিভাগ |
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় অনুপস্থিত থাকায় তাঁর বিভাগীয় আলোচনা করা সম্ভব হলোনা । |
আগামী সভায় উপস্থিত থাকার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ জানানো হলো।
|
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা |
||
১০ |
মহিলা বিষয়ক বিভাগ |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভায় জানান যে, ০১। ২৩৮৭ জন ভিজিডি মহিলাদের মাঝে প্রশিক্ষণ চলছে। ০২। ৯১৭ জন দরিদ্র মা’র মাতৃত্বকাল ভাতাভোগীদের প্রশিক্ষণ চলছে। ০৩। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ৬৫০ জন ভাতাভোগীদের প্রশিক্ষণ চলছে। ০৪। ০২টি পৌরসভাতে ৫৫০ ল্যাকটেটিং ভাতাভোগীর নির্বাচন কাজ চলছে। ০৫। ৯১৭ জন মাতৃত্বভাতাভোগী ও ৬৫০ জন ল্যাকটেটিং ভাতাভোগীর ব্যাংক হিসাব খোলা ও ভাতা বিতরণ সংক্রামত্ম কাজ চলছে।
|
কাজের সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অনুরোধ জানানো হলো।
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
||||||||||||||||||||||||||||||||||
১১ |
যুব উন্নয়ন বিভাগ |
উপজেলা যুব উন্নয়ন কর্মকতা সভাকে অবহিত করেন-
তিনি সার্বিক কার্যক্রম সুষ্ঠু ওসুন্দরভাবে পরিচালনা এবং খেলাপী ঋণ আদায়ে সংশিস্নষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া টেকাব প্রকল্পের আওতায় আইসিটি ভ্যানে কম্পিউটার ট্রেনিং গ্রহণের জন্য ইউপি চেয়ারম্যানদের নিকট হতে প্রশিক্ষণ প্রার্থীদের নামের তালিকা আহবান করেন। |
কাজের সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকতাকে অনুরোধ জানানো হয়।
|
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
|
||||||||||||||||||||||||||||||||||
১২ |
মাধ্যমিক শিক্ষা বিভাগ |
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সভায় জানান যে, মাল্টিমিডিয়া ক্লাসরম্নমে পাঠদান জুন/১৮ মাসে ৩০% এ উন্নীত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে তাগিত দেয়া হয়েছে। তানোর উপজেলার ৬১টি স্কুল, ২৮টি মাদরাসা, ১৪টি কলেজ ও ৩টি কারিগরি প্রতিষ্ঠানসহ সর্বমোট ১০৬ শিক্ষা আইএমএস এর মাধ্যমে ২০১৮ সালের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য হালনাগাদ এর কার্যক্রম চলমান রয়েছে। ইএমআইএস সেলের ত্রম্নটিজনিত কারনে তথ্য হালনাগাদের কাজ সম্পন্ন করতে বিঘ্ন ঘটছে। এসএসসি/দাখিল পরিক্ষার ফলাফল এর তথ্য আগামী ১০/০৭/২০১৮ এর মধ্যে ঞালনাগাদ কাজ সম্পন্ন হবে। স্বর্ণকিশোরী ক্লাবকে গতিশীল করার লক্ষক্ষ্য রমজানের ছুটির পরে জুন মাসের শেষে ইউনিয়/পৌরসভা পর্যায়ে ৮ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যমত্ম শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ এর আয়োজন করা যেতে পারে।
|
কাজের সুষ্ঠু ধারা অব্যাহত রাখতে হবে। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা |
|
|||||||||||||||||||||||||||||||||
১৩ |
জনস্বাস্থ্য বিভাগ |
সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সভায় জানান যে, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে চলছে। এছাড়া ১০০ সেট রিং ও সস্নাব বরাদ্দ পাওয়া গেছে। |
কাজের সুষ্ঠু ধারা অব্যাহত রাখতে হবে। |
সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) |
|
|||||||||||||||||||||||||||||||||
১৪ |
পলস্নী উন্নয়ন বিভাগ |
উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, মে/১৮ মাসের ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি নিমণরম্নপ
|
কাজের সুষ্ঠু ধারা অব্যাহত রাখতে হবে। |
উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা |
||||||||
ঋণ কর্মসূচীর নাম |
বিতনণ
|
সুফলভোগীর সংখ্যা |
আদায়ের পরিমান |
মেয়াদোত্তীর্ণ খেলাপির পরিমান |
মমত্মব্য |
|||||||
আবর্তক (কৃষি) |
৬.৯৩ লক্ষ |
৪৬ জন |
১০.৮৯ লক্ষ |
-- |
|
|||||||
সদাবিক |
৪.৩৪ |
২৭ জন |
৪.৭৯ লক্ষ |
০.৩০ লক্ষ |
-- |
|||||||
পলস্নী প্রগতি প্রকল্প |
২.০৫ |
১৩ |
১.৯২ লক্ষ |
-- |
-- |
|||||||
আদর্শগ্রাম |
-- |
-- |
-- |
-- |
-- |
|||||||
গুচ্ছগ্রাম |
-- |
-- |
১.৫৫ |
-- |
-- |
|||||||
মোট= |
১৩.৩২ লক্ষ |
৮৬ জন |
১৯.১৫ লক্ষ |
০.৩০ লক্ষ |
-- |
|||||||
|
||||||||||||
১৫ |
সমবায় বিভাগ |
উপজেলা সমবায় কর্মকর্তা সভায় জানান যে, অডিট বরাদ্দ ছিল ৪১টি সমিতির, চলতি মাসে ৪১টি সমিতির অডিট সম্পাদন করা হয়েছে। এ মাসে ০৪ টি সমিতির কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। ১৮,৭৩০/- টাকা অডিট ফি ধার্য্যের বিপরীতে ১১,৭৭০/- টাকা আদায় করা হয়েছে। ৬,৮৪২/- টাকা সমবায় উন্নয়ন তহবিল ধার্যের বিপরীতে ৪,৭৭৮/- টাকা আদায় করা হয়েছে এবং আদায় চলমান। ২০১৭-১৮ সনে প্রশিক্ষনের লক্ষমাত্রা ছিল ১০০ জন। বিগত মাস পর্যমত্ম মোট ১০০ জন সমবায়ীকে ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চলতি মাসে ০২জন সমবায়ীকে সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। চলতি মাস পর্যমত্ম মোট ০৮ জনকে সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। চলতি মাস পর্যমত্ম মোট ০৯টি সমিতি নিবন্ধন দেওয়া হয়েছে। চলতি মাসে ০২টি সমিতির ৮০জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চলতি মাসে আরও ০৪টি সমিতিতে ২০০জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে এবং লক্ষ্যমাত্রা মোতাবেক প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।
|
কাজের সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা সমবায় অফিসারকে অনুরোধ জানানো হয়। |
উপজেলা সমবায় কর্মকর্তা
|
||||||||
১৬ |
বন বিভাগ |
উপজেলা বন কর্মকর্তা সভায় অনুপস্থিত থাকায় তাঁর বিভাগীয় আলোচনা করা সম্ভব হলোনা । |
আগামী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
|
উপজেলা বন কর্মকর্তা বন বিভাগ
|
||||||||
১৭ |
খাদ্য নিয়ন্ত্রক |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সভায় অনুপস্থিত থাকায় তাঁর বিভাগীয় আলোচনা করা সম্ভব হলোনা । |
সভায় অনুপস্থিত থাকায় অসমেত্মাষ প্রকাশ করেন এবং এ বিষয়ে তাঁর উর্দ্ধতন কর্তৃপক্ষক্ষর নিকট পত্র প্রেরণের সিদ্ধামত্ম গৃহীত হয়।
|
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক |
||||||||
১৮ |
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)
|
সহকারী প্রকৌশলী (বিএমডিএ) তানোর জোন , তানোর, রাজশাহী সভায় অনুপস্থিত থাকায় তাঁর বিভাগীয় আলোচনা করা সম্ভব হলোনা |
আগামী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
|
সহকারী প্রকৌশলী (বিএমডিএ) |
||||||||
১৯ |
একটি বাড়ি একটি খামার প্রকল্প |
সমন্বয়কারী একটি বাড়ি একটি খামার সভায় জানান যে, অত্র উপজেলায় গঠিত সমিতি সংখ্যা ১০২ টি যার মধ্যে পলস্নী সঞ্চয় ব্যাংকের আওতায় পরিচালিত সমিতি সংখ্যা ৬৩ টি এবং প্রকল্পের আওতায় পরিচালিত সমিতি সংখ্যা ৩৯ টি । ২০১৭-১৮ বছরে সমিতি গঠনের লক্ষমাত্রা প্রতি মাঠ সহকারী ০৫ টি হিসেব ২০ টি, অর্জন ২০ টি ১০০%। ২০১৭-১৮ বছরে সদস্য ভর্তির লক্ষমাত্রা ২০*৬০= ১২০০ জন, অর্জন হয়েছে ৯১৬ জন। ২০১৭-১৮ বছরে সঞ্চয় আদায়ের লক্ষমাত্রা অর্জন।
খেলাপি ঋণ আদায়ে বিশেষ ক্রাস প্রোগাম চলমান রয়েছে। ইতি মধ্যে বকেয়া খেলাপি ঋণ আদায় ও সমিতির জন্য ক্ষতিকর এমন সদস্যদের নামে সমিতির সিদ্ধামত্ম মোতাবেক সর্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে এবং আরো মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অত্র উপজেলায় মুঞ্জুরিকৃত ১৯ টি পদের মধ্যে বর্তমানে কর্মরত রয়েছে মাত্র ০৫ জন সেজন্য সবাইকে পূর্বের মত সেবা প্রদান এবং কাংখিত লক্ষ্যমাত্রানুসারে কার্যক্রম চালাতে চরম সমস্যার সম্মুখিন হতে হচ্ছে।
|
কাজের সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হয়। |
সমন্বয়কারী একটি বাড়ি একটি খামার |
||||||||
২০ |
বিবিধ-১ রাজস্ব তহবিলের ব্যয়িত অর্থের বিল অনুমোদন
|
উপজেলা পরিষদ চেয়ারম্যান সভায় জানান যে, রাজস্ব তহবিল হতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যনগনের সম্মানি ভাতা, মাস্টাররোলে কর্মরত কর্মচারীর দৈনিক মজুরী, আপ্যায়ন ব্যয়, আনুষাঙ্গিক ব্যয়, পত্রিকার বিল এবং বিভিন্ন মেরামত বাবদ মে/২০১৮ মাসে মোট ২০ টি বিল/ভাউচারের মাধ্যমে ২,৩৪,৪৬৭/- টাকা ব্যয় হয়েছে যা সাধারণ সভায় অনুমোদন করা প্রয়োজন। |
উপজেলা পরিষদ রাজস্ব তহবিলে ২০ টি বিল/ভাউচারের মাধ্যমে সর্বমোট ২,৩৪,৪৬৭/- টাকার ব্যয় সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় এবং ব্যয়ের বিসত্মারিত বিবরণ পরিশিষ্ট ‘গ’ তে দেখানো হলো। |
|||||||||
২১ |
বিবিধ-২ |
সভায় সকল দপ্তর প্রধান অফিসের বিভিন্ন কাজ সঠিকভাবে বাসত্মবায়নের জন্য ডেক্সটপ কম্পিউটার প্রয়োজন মর্মে সভায় আলোচনা করেন। |
সভায় বিসত্মারিত আলোচনামেত্ম উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থ দ্বারা কোটেশনের মাধ্যমে প্রতিটি ৫০,০০০/-করে মোট টি ডেক্সটপ কম্পিউটার ৮,০০,০০০/-টাকা ব্যয়ে ক্রয়ের সর্বসম্মতভাবে সিদ্ধামত্ম গৃহীত হয় এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহীকে সভায় অনুরোধ জানান।
|
|||||||||
২২ |
বিবিধ-৩ |
চেয়ারম্যান, বাধাইড় ইউপি, তানোর, রাজশাহী সভায় জানান যে, মুন্ডুমালা থেকে আমনুরা পর্যমত্ম রাসত্মায় যে সমসত্ম অংশ Potholes হয়েছে সেগুলো মেরামত করা প্রয়োজন মর্মে সভায় আলোচনা করেন। |
সভায় বিসত্মারিত আলোচনামেত্ম উক্ত রাসত্মা এলজিইডি, রাজশাহীর মাধ্যমে Mobile Maintence প্রকল্প অমর্ত্মভূক্ত করে জরম্নরী ভিত্তিতে মেরামতের সিদ্ধামত্ম হয় এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলী এলজিইডি, তানোর, রাজশাহীকে সভায় অনুরোধ জানান। |
|||||||||
২৩ |
বিবিধ-৪ স্বর্ণ কিশোরী ও সূর্য কিশোরদের জন্য বাই সাইকেল ক্রয় সংক্রামত্ম |
স্বর্ণ কিশোরী ও সূর্য কিশোরদের জন্য বাই সাইকেল ক্রয় প্রয়োজন মর্মে সভায় আলোচনা করেন। |
স্বর্ণ কিশোরী ও সূর্য কিশোরদের জন্য বাই সাইকেল কেনার বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যাগণ এলজিএসপির বরাদ্দ হতে এবং মাননীয় সংসদ সদস্য তাঁর ঐচ্ছিক তহবিল হতে বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। এছাড়া প্রয়োজনবোধে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলে এ বিষয়ক প্রকল্প গ্রহণ করা হবে মর্মেও সিদ্ধামত্ম হয়। |
|||||||||
২৪ |
বিবিধ-৫ উপজেলা পরিষদ এর ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট চুড়ামত্ম অনুমোদন |
উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, উপজেলা পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের খসড়া বাজেটের উপর উন্মুক্ত আলোচনা করেন। প্রসত্মাবিত বাজেটের কোন সংশোধনী না থাকায় বাজেট চুড়ামত্ম অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করেন। |
সভায় বিসত্মারিত আলোচনামেত্ম উপজেলা পরিষদের ২০১৮-২০১৯ সনের প্রসত্মাবিত বাজেট সর্বসম্মতিক্রমে চুড়ামত্ম অনুমোদন করা হয়। |
২৫ |
বিবিধ-৫
|
উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, উপজেলা পরিষদ সভা কক্ষক্ষ ব্যবহারের জন্য ০১টি টেবিল, উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের জন্য ০১টি টেবিল, উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষক্ষর জন্য ০১টি শোকেস (বুক সেল্ফ) এবং উপজেলা পরিষদ সভা কক্ষ ও উপজেলা পরিষদের অভ্যামত্মরে জেলা পরিষদ অডিটরিয়ামে বিভিন্ন সভা/সেমিনারে ব্যবহারের জন্য ০১টি করে মোট ০২টি উন্নতমানের মেটালিক এর উপস্থাপনা স্ট্যান্ড (ডায়াস) ক্রয় করা প্রয়োজন মর্মে সভায় আলোচনা করেন। এছাড়া বিভিন্ন |
সভায় বিসত্মারিত আলোচনামেত্ম উলেস্নখিত আসবাবপত্রগুলি উপজেলা পরিষদ রাজস্ব তহবিল এর অর্থ দ্বারা কোটেশনের মাধ্যমে মোট ১,০০,০০০/- টাকা ব্যয়ে ক্রয়ের সর্বসম্মতভাবে সিদ্ধামত্ম গৃহীত হয় এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহীকে সভায় অনুরোধ জানান।
|
২৬ |
বিবিধ-৬
|
উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহী সভায় বলেন যে, উপজেলা পরিষদের সভাকক্ষের ও অফিসে পর্যাপ্ত অফিস সরঞ্জম না থাকায় অফিসের বিভিন্ন প্রয়োজনীয় অফিস সরঞ্জম ক্রয় করা প্রয়োজন মর্মে তিনি সভায় উপস্থাপণ করেন। এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা হয়। |
এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনামেত্ম বিভিন্ন ক্রোকারীজসহ অন্যান্য অফিস সরঞ্জম ক্রয় উপজেলা পরিষদ রাজস্ব তহবিল এর অফিস সরঞ্জম ক্রয় খাত হতে ২,০০,০০০/- টাকার মধ্যে কোটেশনের মাধ্যমে ক্রয় করার জন্য সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহীকে সভায় অনুরোধ জানানো হয়।
|
সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও সকল সদস্যকে সভায় নিয়মিত উপস্থিত থাকার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
(স্ব্বাক্ষরিত-)
(মোঃ এমরান আলী মোলস্না)
চেয়ারম্যান, উপজেলা পরিষদ
ও
সভাপতি
উপজেলা পরিষদ মাসিক সাধারণ সভা
তানোর, রাজশাহী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
তানোর, রাজশাহী।
স্মারক নংঃ ০৫.৪৩.৮১৯৪.০০০.০৮.০০১.১৬- তারিখঃ
০১। জনাব আলহাজ্ব ওমর ফারম্নক চৌধুরী, সংসদ সদস্য, ৫২-রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) নির্বাচনী এলাকা।
০২। পরিচালক, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনার কার্যালয়, রাজশাহী বিভাগ, রাজশাহী।
০৩। জেলা প্রশাসক, রাজশাহী।
০৪। উপ-সচিব, স্থানীয় সরকার,পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় , স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০৫। সিনিয়র সহকারী সচিব, উপজেলা-২ ,স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ
সচিবালয়, ঢাকা।
০৬। উপ-পরিচালক,স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী।
০৭। মেয়র মুন্ডুমালা/তানোর পৌরসভা, তানোর, রাজশাহী।
০৮। উপজেলা .............................................. অফিসার, তানোর, রাজশাহী।
০৯। চেয়ারম্যান কলমা/বাধাইড়/পাঁচন্দর/সরনজাই/তালন্দ/কামারগাঁ/ চাঁন্দুড়িয়া ইউ পি, তানোর, রাজশাহী।
|
(-স্ব্বাক্ষরিত-) (মুহা শওকাত আলী) উপজেলা নির্বাহী অফিসার তানোর, রাজশাহী।
|
পরিশিষ্ট ‘‘ক ’’ সভায় উপস্থিত সদস্যগণের নামের তালিকা (স্বাক্ষরের ক্রমানুসারে)
ক্রঃ নং |
নাম ও পদবী |
০১। |
জনাব মোঃ এমরান আলী মোলস্না, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী। |
০২। |
জনাব মুহাঃ শওকাত আলী, উপজেলা নির্বাহী অফিসার,তানোর, রাজশাহী।
|
০৩। |
জনাব শ্রীমতি বন্দনা রানী, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী। |
০৪। |
জনাব মোঃ আঃ রহিম, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী। |
০৫। |
জনাব মোঃ লুৎফর হায়দার রশিদ, চেয়ারম্যান, কলমা ইউপি, তানোর, রাজশাহী। |
০৬। |
জনাব মোঃ আতাউর রহমান, চেয়ারম্যান, বাধাইড় ইউপি, তানোর, রাজশাহী। |
০৭। |
জনাব মোঃ আঃ মতিন, চেয়ারম্যান, পাঁচন্দর ইউপি, তানোর, রাজশাহী। |
০৮। |
জনাব মোঃ আঃ মালেক, চেয়ারম্যান, সরনজাই ইউপি তানোর, রাজশাহী। |
০৯। |
জনাব মোঃ আবুল কাশেম, চেয়ারম্যান, তালন্দ ইউপি, তানোর, রাজশাহী। |
১০। |
জনাব মজিবর রহমান, চেয়ারম্যান, চান্দুড়িয়া ইউপি, তানোর, রাজশাহী। |
১১। |
জনাব মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, তানোর, রাজশাহী। |
১২। |
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ,তানোর, রাজশাহী । |
১৩। |
জনাব মোঃ আব্দুলস্নাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), তানোর, রাজশাহী। |
১৪। |
উপজেলা মৎস্য অফিসার, তানোর, রাজশাহী। |
১৫। |
উপজেলা শিক্ষা অফিসার, তানোর, রাজশাহী। |
১৬। |
উপজেলা সমাজসেবা অফিসার, তানোর, রাজশাহী। |
১৭। |
জনাব মোঃ সাদিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার,তানোর, রাজশাহী। |
১৮। |
উপজেলা মহিলা বিষয়ক অফিসার, তানোর, রাজশাহী। |
১৯। |
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, তানোর, রাজশাহী। |
২০। |
উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসার, তানোর, রাজশাহী । |
২১। |
সহকারী প্রকোশলী (জনস্বাস্থ্য) অফিসার, তানোর রাজশাহী। |
২২। |
উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার, তানোর, রাজশাহী |
২৩। |
জনাব মোঃ আমিরম্নল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , তানোর, রাজশাহী । |
২৪। |
উপজেলা সমবায় অফিসার, তানোর, রাজশাহী । |
২৫। |
জনাব মোঃ শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ), তানোর, রাজশাহী । |
২৬। |
জনাব সুমতি রানী ,সংরক্ষক্ষত মহিলা সদস্য, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী। |
২৭। |
জনাব মোসাঃ মমেনা আহম্মেদ, সংরক্ষক্ষত মহিলা সদস্য, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী। |
পরিশিষ্ট ‘‘ খ ’’ সভায় অনুপস্থিত সদস্যদের নামের তালিকাঃ
ক্রঃ নং |
নাম ও পদবী |
০১। |
জনাব গোলাম রাববানী, মেয়র, মুন্ডুমালা পৌরসভা, তানোর, রাজশাহী। |
০২। |
জনাব মোঃ মিজানুর রহমান মিজান, মেয়র, তানোর পৌরসভা, তানোর, রাজশাহীর পক্ষ। |
০৩। |
জনাব মোঃ মোসলেম উদ্দিন, চেয়ারম্যান, কামারগাঁ ইউপি, তনোর, রাজশাহী। |
০৪। |
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ, কর্মকর্তা , তানোর, রাজশাহী। |
০৫। |
জনাব দেবাশীষ দে, উপজেলা বন কর্মকর্তা, বন বিভাগ, তানোর, রাজশাহী। |
০৬। |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, তানোর, রাজশাহী। |
০৭। |
জনাব মোঃ হাবিবুর রহমান, সমন্বকারী, একটি বাড়ি একটি খামার, তানোর, রাজশাহী। |
০৮। |
জনাব সমিরন কিস্কু, সংরক্ষত মহিলা সদস্য, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী। |
পরিশিষ্ট ‘‘ গ ’’ উপজেলা পরিষদ রাজস্ব তহবিলের মে/১৮ মাসের ব্যয়িত অর্থের বিসত্মারিত বিবরণ।
ক্রঃ নং ক্রঃ নং |
ব্যয়ের বিবরণ |
পরিমাণ |
০১ |
চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহীর এপ্রিল/১৮ মাসের সম্মানি ভাতা প্রদান। |
৪০,০০০/- |
০২ |
ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহীর এপ্রিল/১৮ মাসের সম্মানি ভাতা প্রদান। |
২৭,০০০/- |
০৩ |
মহিলা ভাইস চেয়ারম্যান, তানোর, রাজশাহীর এপ্রিল/১৮ মাসের সম্মানি ভাতা প্রদান। |
২৭,০০০/- |
০৪ |
উপজেলা পরিষদ কার্যালয়ে মাস্টাররোলে ২জন কর্মচারীর এপ্রিল/১৮ মাসের দৈনিক মজুরী প্রদান। |
১৮,৯০০/- |
০৫ |
বিভিন্ন মেরামত বাবদ । |
৮৩,৭৬৭/- |
০৬ |
উপজেলা পরিষদ কার্যালয়ের মে/১৮ মাসের বিভিন্ন আপ্যায়ন ব্যয় বাবদ |
২০,০০০/- |
০৭ |
উপজেলা পরিষদ কার্যালয়ের মে/১৮ মাসের বিভিন্ন আনুষাঙ্গিক মালামাল ক্রয় বাবদ প্রদান। |
৪,০০০/- |
০৮ |
১৪২৫ বাংলা সনের জন্য উপজেলাধীন হাট বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্য দৈনিক সানশাইন পত্রিকার বিজ্ঞপ্তির বিল প্রদান বাবদ। |
১৩,৮০০/- |
|
মোট= |
২,৩৪,৪৬৭/- |