Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 উপজেলা প্রশাসন, তানোর, রাজশাহীতে আপনাকে স্বাগতম!!!!!.................. উপজেলা প্রশাসন, তানোর,রাজশাহীতে আপনাকে স্বাগতম!!!!!.................. উপজেলা প্রশাসন, তানোর, রাজশাহীতে আপনাকে স্বাগতম!!!!!.................. উপজেলা প্রশাসন, তানোর, রাজশাহীতে আপনাকে স্বাগতম!!!!!................. 


ভৌগলিক পরিচিতি

 

আয়তন: উপজেলার মোট আয়তন ১১৪.০৫ বর্গ মাইল বা ২৯৫.৩৯ বর্গ কিলোমিটার বা ৭২৯৯৪.০০ একর।

 

অবস্থান: ২৪°২৯´ থেকে ২৪°৪৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°২৪´ থেকে ৮৮°৩৮´ পূর্ব দ্রাঘিমাংশ।

 

সীমানা: তানোর উপজেলার গা ঘেঁষে যে উপজেলাগুলো রয়েছে: উত্তর-পুর্বে মান্দা ও উত্তর-পশ্চিমে নিয়ামতপুর, পশ্চিমে নাচোল ও চাপাই নবাবগঞ্জ সদর, দক্ষিণে পবা ও  দক্ষিণ-পশ্চিমে গোদাগাড়ি, পুর্বে  মোহনপুর ও পূর্ব-দক্ষিণে পবা।

 

জনসংখ্যাঃ  ২০১১ সালের হিসাব মতে তানোরের মোট জনসংখ্যা ১৯১৩৩০ জন। পুরুষ ৯৪০৪১ জন এবং মহিলা ৯৭২৮৯ জন। মুসলমান ৮২.৩২%, হিন্দু ১০.৪৪%, খৃস্টান ২.১৩% (এরা প্রায় সবাই সাঁওতাল থেকে ধর্মান্তরিত খৃস্টান), বৌদ্ধ ০.২০% অন্যান্য ৪.৯১%। উপজাতিদের মধ্যে সাঁওতাল উল্লেখযোগ্য। কিছু রাজবংশীও আছে।

 

আদিবাসীঃ এ উপজেলায় সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

 

জলাশয় প্রধান নদী:এই উপজেলা দিয়ে বয়ে গেছে একমাত্র নদী  শিব নদী।