শিরোনাম
তানোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন
বিস্তারিত
১৮।০৬।২০২৩ খ্রিঃ
আজ তানোর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, তানোর কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: বিল্লাল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সহকারী কমিশনার (ভূমি), তানোর, অফিসার-ইন-চার্জ, তানোর থানাসহ অন্যান্য দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ।
তানোর উপজেলার ০৭ টি ইউনিয়নের এবং তানোর ও মুন্ডুমালা পৌরসভার ০২টিসহ সর্বমোট ০৯টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আগামী ২২ জুন, ২০২৩ তারিখ বিকাল ৫:০০ টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সবাইকে ফুটবল টুর্নামেন্টের সকল ম্যাচ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
।