Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার ঐতিহ্য

 

উপজেলার ঐতিহ্যঃ-

এ উপজেলার প্রাচীন ঐতিহ্যের মধ্যে বৌদ্ধ সভ্যতার নিদর্শন ‘ বিহারৈল ’  কুঠিপাড়ার ‘ নীলকুঠি ’ মাদারীপুরের ‘ পাগলা শাহ’র মাজার  ’ সিঁধাইড়ের সুলতানী আমলের  ‘ মসজিদ ও মাজার ’ গোল­াপাড়ার  ‘বধ্যভূমি ’ উল্লেখ্যযোগ্য। এছাড়া তানোর এ কে সরকার ডিগ্রী কলেজের ‘ শহীদ মিনার’ আজও স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বহন করে চলেছে। উচুঁ নিচু স্তরীভূত বরেন্দ্রভূমির ভূ-প্রকৃতির মাঝে বাঙ্গালী হিন্দু-মুসলমানের সাথে সাঁওতাল, ওঁরাও , মাহাতো আদিবাসী সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব মিলনস্থল এ  উপজেলা।