Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা ও সময়সূচী

সড়ক পথে ঢাকা হতেঃ ঢাকা-রাজশাহী মহাসড়ক পথে ঢাকার কল্যানপুর বাসস্ট্যান্ড হতে রাজশাহীস্থ শিরোইল বাস স্ট্যান্ডে নামতে হবে। দূরুত্ব ২৭০ কিলোমিটার। ভাড়া - ৪৫০/-(নন এসি) ৮০০/-( এসি) শিরোইল বাস স্ট্যান্ড হতে কামারুজ্জামান চত্বর হয়ে রাজশাহী নওগাঁ মহা সড়ক পথে নওদাপাড়া আমচত্বর পার হয়ে তানোর উপজেলা কমপ্লেক্সর অবস্থান। দূরুত্বঃ ৩০ কিলোমিটার, ভাড়াঃ ৩০/-( বাসে) রাজশাহী থেকে রাজশাহী শহরের সার্কিট হাউজ থেকে ৩০ কিঃ মিঃ, সাহেব বাজার হতে ৩৭ কিঃ মিঃ, লক্ষীপুর হতে ৩৭.৫ কিঃ মিঃ এবং রেলগেট (কামরুজ্জামান চত্বর ) হতে ৩০ কিঃ মিঃ। অটোরিক্সায় বা রিক্সায় ৩০ টাকা হতে ৮০ টাকা ভাড়া। রেলপথ ঢাকা হতে আন্তনগর সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু এক্সপ্রেস যোগে রাজশাহী রেল ষ্টেশনে নেমে ৫০/- টাকা অটোরিক্সা ভাড়ায় পবায় আসা যাবে। এ ছাড়া দামকুড়া ইউনিয়নের শিতলাই এবং হরিঅনে রেলষ্টেশন আছে। আকাশ পথ ঢাকা হতে সপ্তাহে দুই দিন বেসরকারী ইউনাইটেড এয়ারওয়েজ রাজশাহীতে সার্ভিস পরিচালনা করে। জলপথ উপজেলার উপর দিয়ে প্রবাহিত দেশের অন্যতম বৃহত্তম নদী পদ্মা নদীর মাধ্যমে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার ব্যবস্থা রয়েছে। নদীল অপর পাড়ে চর খিদিরপুর, চরখানপুর ও চরমাজারদিয়ারে যাতায়াত করার জন্য গাবতলী,বিষপুর ও আমীর পুর ঘাট ব্যবহ্নত হয়। এছাড়া উপজেলঅর মধ্য দিয়ে প্রবাহিত বারনই ও জোহাখালী নদী দিয়ে বিভিন্ন মালামাল পরিবহন করা যায়।