তানোর উপজেলা উন্নয়ন মেলা/২০১৫ আয়োজনের প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী ।
সভাপতি ঃ জনাব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা
উপজেলা নির্বাহী অফিসার
তানোর, রাজশাহী ।
সভার তারিখ ঃ ১৬/০৯/২০১৫ খ্রিঃ।
সভার সময় ঃ বেলা-১২.৩০টা।
সভার স্থান ঃ উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ।
সভায় উপস্থিত সদস্যগণের নামের তালিকা পরিশিষ্ট “ক”।
অদ্যকার সভার সভাপতি সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। সভার শুরুতে তিনি জেলা প্রশাসক, রাজশাহী মহোদয়ের কার্যালয়ের ১৪/০৯/২০১৫খ্রিঃ তারিখের ০৫.৪৩.৮১০০.০১৩.০৬৬.১৫-১১১৪(২) নং স্মারকপত্রটি সভায় পাঠ করে শোনান। অতঃপর নি¤েœাক্তভাবে আলোচনা ও সির্দ্ধান্ত গৃহিত হয়।
আলোচনা-০১ ঃ- সভাপতি জানান যে, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সম্পর্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণের জন্য গত ২০.০৮.২০১৫ খ্রিঃ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে রাজশাহী জেলায় ও উপজেলা পর্যায়ে ‘উন্নয়ন মেলা’ আয়োজনের লক্ষ্যে ১৪.০৯.২০১৫ খ্রিঃ তারিখে সংশ্লিষ্ট সকলকে নিয়ে জেলা পর্যায়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণকে নিজ নিজ উপজেলায় অনুরুপ কার্যক্রম গ্রহণের এবং ১৬.০৯.২০১৫ খ্রিঃ তারিখের মধ্যে মেলা আয়োজনের লক্ষ্যে সভা ও সকল প্রস্তুতি সম্পন্ন করবেন মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী তানোর উপজেলার প্রতিটি দপ্তরকে তাদের উন্নয়নমূলক কার্যক্রমসমূহ পাওয়ার পয়েন্ট, অন্যান্য মাধ্যম এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তুলে ধরতে হবে। উক্ত উন্নয়ন মেলা আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত মেলা আয়োজনের জন্য দু’টো কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। একটি মেলার মূল কমিটি, অপরটি অগ্রগতি, বাস্তবায়ন ও তদারকি উপ-কমিটি।
সিদ্ধান্ত ঃ- বিস্তারিত আলোচনান্তে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তানোর উপজেলায় উন্নয়ন মেলা অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্তসহ প্রতিটি দপ্তরের জন্য পৃথক পৃথক স্টল স্থাপন করে উক্ত স্টলের সামনে দপ্তরের নাম সম্বলিত ব্যানার সংযুক্ত করে দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম পাওয়ার পয়েন্ট বা তথ্য প্রযুক্তির মাধ্যমে তুলে ধরার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। গঠিত উপ কমিটিকে উক্ত মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় তদারক করার জন্য সভায় অনুরোধ জানানো হয়।
(চলমান ২য় পাতা)
(২য় পাতা)
মূল কমিটিঃ-
০১। মুহাম্মাদ মুনীরুজ্জামান ভূঁঞা,উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহী- আহবায়ক।
০২। উপজেলা কৃষি কর্মকর্তা, তানোর, রাজশাহী- সদস্য।
০৩। উপজেলা প্রাণী সম্পদ অফিস, তানোর, রাজশাহী- সদস্য।
০৪। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তানোর, রাজশাহী- সদস্য।
০৫। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, তানোর, রাজশাহী- সদস্য।
০৬। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, তানোর, রাজশাহী- সদস্য।
০৭। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তানোর, রাজশাহী- সদস্য।
০৮। উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, তানোর, রাজশাহী- সদস্য।
০৯। অফিসার ইন-র্চাজ তানোর থানা, তানোর, রাজশাহী- সদস্য।
১০। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, তানোর, রাজশাহী- সদস্য।
১১। মুক্তিযোদ্ধা কমান্ডার তানোর উপজেলা কমান্ড, তানোর, রাজশাহী- সদস্য।
১২। সহকারী পোগ্রামার, তানোর, রাজশাহী- সদস্য সচিব।
এ ছাড়া সার্বক্ষনিক মেলার বিভিন্ন প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনার জন্য নি¤্রােক্ত তদারকি কমিটি গঠন করা হলোঃ-
০১। উপজেলা মৎস্য কর্মকর্তা, তানোর, রাজশাহী।
০২। ভ্যাটেরিনারী সার্জন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, তানোর, রাজশাহী- সদস্য।
০৩। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, তানোর, রাজশাহী- সদস্য।
অন্যান্য সিদ্ধান্তসমূহঃ-
ক) মেলায় উদ্বোধনী দিনে ব্যানার/ফেস্টুন/প্লাকার্ডসহ একটি বর্ণাঢ্য র্যালী/শোভাযাত্রা করা হবে;
খ) সভায় মেলা আয়োজনের জন্য সাংগাঠনিক ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
গ) মেলায় প্রতিটি বিভাগ/দপ্তর ভিত্তিক স্টল বরাদ্ধ থাকবে যাতে স্ব স্ব বিভাগের সফলতার তথ্য চিত্র তুলে ধরা হবে।
ঘ) প্রতিটি দপ্তরের সফলতা তুলে ধরার জন্য মেলায় নির্ধারিত সময় বরাদ্দ করা হবে। যাতে সংশ্লিষ্ট দপ্তর তাদের উন্নয়নের উপর সেমিনার/প্রেজেন্টেশন আয়োজন করবে;
ঙ) সাধারণ মানুষেেক ডিজিটাল বাংলাদেশ এর ধারণা প্রদানে আইসিটি তথ্য ই-গভর্ন্যান্স ও এম-গভর্ন্যান্স এর ক্ষেত্রে অর্জিত সাফল্য হাইলাইট করা হবে;
চ) প্রচার প্রচারনার জন্য প্রিন্ট মিডিয়া/ইলেক্ট্রিক মিডিয়া/স্থানীয় পত্রিকা/বেতারকে মিডিয়া পার্টনার করা হবে;
(চলমান ৩য় পাতা)
(৩য় পাতা)
ছ) মেলায় মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি স্টল থাকবে;
জ) প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ ও বর্তমান সরকারের সফলতাকে উপজীব্য করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে;
ঝ) বাছায়কৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বর্তমান সরকারের সফলতা ও গউএ অর্জন সংক্রান্ত জবধষরঃু ংযড়ি এর আয়োজন করা হবে;
ঞ) তানোর এর গুরুত্বপূর্ণ স্থানসমূহ বিষয় ভিত্তিক ফেস্টুন, ব্যানার দ্বারা সুসজ্জিত করা হবে।
ট) স্টলসমূহের মূল্যায়নের ব্যবস্থা থকবে এবং চবৎভড়ৎসধহপব এর ভিত্তিতে পুরস্কার প্রদান করা হবে।
আলোচনার আর বিশেষ কিছু না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।
(মুহাম্মদ মুনীারুজ্জামান ভূঁঞা)
উপজেলা নির্বাহী অফিসার
তানোর, রাজশাহী।
ফোনঃ ০৭২২৯-৫৬০০২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
তানোর, রাজশাহী।
স্মারক নং ঃ ০৫.৪৩.৮১৯৪.০০০.০৯.০১৪.১৫-৭৬৮ তারিখ ঃ ১৬/০৯/২০১৫
অনুলিপি সদয় অবগতি/অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হ’ল ঃ-
০১। জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য, ৫২-রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর ) নির্বাচনী এলাকা।
০২। জেলা প্রশাসক, রাজশাহী।
০৩। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী।
০৪। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান/সদস্য, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী।
০৫। উপজেলা........................................................ অফিসার, তানোর, রাজশাহী।
০৬। মেয়র, তানোর/মুন্ডুমালা পৌরসভা, তানোর, রাজশাহী।
০৭। চেয়ারম্যান.....................................ইউনিয়ন পরিষদ, তানোর, রাজশাহী।
০৮। সভাপতি/সম্পাদক, ..........................প্রেসক্লাব, তানোর, রাজশাহী।
০৬। জনাব................................................................................................... তানোর, রাজশাহী।
(মুহাম্মদ মুনীারুজ্জামান ভূঁঞা)
উপজেলা নির্বাহী অফিসার
তানোর, রাজশাহী।
ফোনঃ ০৭২২৯-৫৬০০২
জুলাই/১৫ মাসের তানোর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার কার্যবিবরণী ।
সভাপতি ঃ চেয়ারম্যান
উপজেলা পরিষদ
তানোর, রাজশাহী।
সভার স্থান ঃ উপজেলা পরিষদ মিলনায়তন
তানোর, রাজশাহী।
সভার তারিখঃ ২৯/১২/২০১৪খ্রিঃ
সভার সময় ঃ সকাল ১২.৩০ টা
সভায় উপস্থিত সদস্যগণের নামের তালিকা পরিশিষ্ট ‘‘ ক ’’ দ্রষ্টব্য।
সভায় অনুপস্থিত সদস্যগণের নামের তালিকা পরিশিষ্ট ‘‘খ’’ দ্রষ্টব্য।
অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। অতঃপর গত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয়। পঠিত কার্যবিবরণীতে কোনরূপ সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে তা দৃঢ়ীকরণ করা হয়।
ক্রঃনং |
বিভাগের নাম |
আলোচ্য বিষয় |
সিদ্ধান্ত |
বাস্তবায়ন কর্তৃপক্ষ |
০১ |
প্রকৌশলী (এলজিইডি) তানোর। |
উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, তাঁর বিভাগীয় কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে। কোথাও কোন সমস্যা নাই।
|
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা উপজেলা প্রকৌশলী কে অনুরোধ জানানো হয়। |
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) |
২ |
প্রকল্প বাস্তবায়ন বিভাগ |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের প্রতিনিধি সভায় জানান যে তাঁর বিভাগীয় কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে। |
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে অনুরোধ জানানো হয়। |
উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা |
০৩ |
কৃষি বিভাগ |
উপজেলা কৃষি কর্মকর্তা সভায় জানান যে, কৃষকগণ বোরো ধানের বীজতলা প্রস্ত্ততের প্রক্রিয়া শুরু করেছেন। এছাড়া গম ও আলুর চাষ এ বছর অনেক ভালো হয়েছে। এ বিষয়ে কৃষকগণকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
|
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা কে অনুরোধ জানানো হয়। |
উপজেলা কৃষি কর্মকর্তা |
৪ |
প্রাণি সম্পদ বিভাগ |
উপজেলা প্রাণি সম্পদ অফিসারের প্রতিনিধি সভায় জানান যে তাঁর বিভাগীয় কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে। |
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। |
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা |
০৫ |
সমাজসেবা বিভাগ |
উপজেলা সমাজসেবা অফিসার সভায় উপস্থিত না থাকায় তাঁর বিভাগীয় কার্যক্রম সম্পর্কে আলোচনা করা সম্ভব হলো না। |
আগামী সভায় উপস্থিত থাকার জন্য সমাজসেবা কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। |
উপজেলা সমাজসেবা কর্মকর্তা |
০৬ |
মৎস্য বিভাগ |
উপজেলা মৎস্য কর্মকর্তা সভায় জানান যে, তাঁর কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে। কোথাও কোন সমস্যা নাই। |
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা মৎস্যকর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। |
উপজেলা মৎস্য কর্মকর্তা |
০৭ |
প্রাথমিক শিক্ষা বিভাগ |
উপজেলা শিক্ষা কর্মকর্তা সভায় জানান যে, তাঁর বিভাগীয় কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে। |
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। |
উপজেলা শিক্ষা কর্মকর্তা |
০৮ |
স্বাস্থ্য বিভাগ |
সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান যে, একটি নতুন এ্যাম্বুলেন্সের জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট আবেদন করা হয়েছে। তাছাড়া অচল এ্যাম্বুলেন্সটি জরুরী ভিত্তিতে মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তাঁর বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে মর্মে তিনি জানান। |
এ বিষয়ে জরুরী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা স্বাঃ ও পঃ পঃ কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। |
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা |
০৯ |
পরিবার পরিকল্পনা বিভাগ |
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। |
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। |
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা |
১০ |
মহিলা বিষয়ক বিভাগ |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভায় জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। |
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
১১ |
যুব উন্নয়ন বিভাগ |
উপজেলা যুব উন্নয়ন কর্মকতা জানান যে, তাঁর বিভাগীয় কার্যক্রম সমেত্মাষজনকভাবে চলছে। |
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকতাকে অনুরোধ জানানো হয়। |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
|
১২ |
মাধ্যমিক শিক্ষা বিভাগ |
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সভায় উপস্থিত না থাকায় তাঁর বিভাগীয় কার্যক্রম সম্পর্কে আলোচনা করা সম্ভব হলো না। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আগামী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা |
১৩ |
জনস্বাস্থ্য বিভাগ |
উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সভায় জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। |
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) কে অনুরোধ জানানো হয়। |
উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) |
১৪ |
পল্লী উন্নয়ন বিভাগ |
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে, তাঁর বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। |
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কে অনুরোধ জানানো হলো। |
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা |
১৫ |
সমবায় বিভাগ |
উপজেলা সমবায় কর্মকর্তা সভায় জানান যে, বিভাগীয় কার্যক্রম সমেত্মাষজনকভাবে চলছে। |
সুষ্ঠু ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা সমবায় কর্মকর্তাকে অনুরোধ জানানো হলো। |
উপজেলা সমবায় কর্মকর্তা |
১৬ |
বন বিভাগ |
ফরেস্টার, বন বিভাগ, তানোর সভায় জানান যে, তানোর বন বিভাগের আওতাধীন কিছু গাছের মেয়াদ উত্তীর্ন হওয়ায় সেগুলি নিলামে বিক্রয় করা প্রয়োজন। এ বিষয়ে সভার অনুমোদনের জন্য তিনি অনুরোধ জানান। |
আলোচনান্তে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্টার, বন বিভাগ, তানোর, রাজশাহীকে অনুরোধ জানানো হলো। |
ফরেস্টার বন বিভাগ |
|
১৭ |
খাদ্য নিয়ন্ত্রক |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সভায় উপস্থিত না থাকায় তাঁর বিভাগীয় কার্যক্রম সম্পর্কে আলোচনা করা সম্ভব হলো না। |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, তানোর, রাজশাহীকে আগামী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো। |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক |
|
১৮ |
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) |
ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী সভায় জানান যে, রাস্তার পাশে বিএমডিএর কিছু সংখ্যক গাছ মরে গেছে সেগুলি বিক্রয় না করা হলে গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে এবং এতে সরকার ক্ষতিগ্রস্থ হবে। এ বিষয়ে তিনি সহকারী প্রকৌশলী (বিএমডিএ), তানোর, রাজশাহীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রেক্ষিতে বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সহকারী প্রকৌশলী (বিএমডিএ) সভাকে জানান। এছাড়া বরেন্দ্র অঞ্চলে বিভিন্ন ডিপ টিউবওয়েলে অনিয়ম বিষয়ে চেয়ারম্যান, কলমা ইউনিয়ন পরিষদ আলোচনা করেন এবং বিএমডি প্রকৌশলী সাহেবের করণীয় বিষয়ে জানাতে চান। এ প্রেক্ষিতে বিএমডিএ প্রকৌশলী সভাকে আশ্বস্ত করেন যে, এ ধরনের অনিয়ম দূরীকরণের লক্ষে ডিপ টিউবওয়েল কমিটি গঠণ করা হবে। |
অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী প্রকৌশলী (বিএমডিএ), তানোর, রাজশাহীকে অনুরোধ জানানো |
সহকারী প্রকৌশলী (বিএমডিএ) |
|
১৯ |
বিবিধ-১ রাজস্ব তহবিলের ব্যয়িত অর্থের বিল অনুমোদন |
উপজেলা পরিষদ চেয়ারম্যান সভায় জানান যে, রাজস্ব তহবিল হতে চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/ উপজেলা পরিষদের কর্মচারীদের সম্মানী ভাতা/বেতন ভাতা/বিদ্যুৎ বিল/বাসা বাড়ি মেরামত, আপ্যায়ন, আনুষাঙ্গিক ইত্যাদি কাজে ডিসেম্বর/২০১৪ মাসে মোট ২৬ টি বিল/ভাউচারের মাধ্যমে ৪,৭০,২২৭/- টাকা ব্যয় হয়েছে যা সাধারণ সভায় অনুমোদন করা প্রয়োজন। |
উপজেলা পরিষদ রাজস্ব তহবিলে ১০টি বিলে সর্বমোট ৪,৭০,২২৭/-টাকা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। |
||
২০ |
বিবিধ-২ উপজেলা পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ ব্যয় নির্বাহ সংক্রান্ত |
উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, উপজেলা পরিষদের সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ হতে ২৮/১২/২০১৪ খ্রিঃ তারিখে ১২৫৫ নং স্মারক পত্রে সীমানা প্রাচীর নির্মাণের ব্যয় কোন খাত হতে নির্বাহ করা হবে তা উপজেলা পরিষদ মাসিক সভায় উল্লেখ করে পুনরায় প্রস্তাব প্রেরণের জন্যে অনুরোধ জানানো হয়। উল্লেখ্য যে, অত্রাফিসের ১৬/১১/২০১৪খ্রিঃ তারিখের ৯১৩ নং স্মারক পত্রের মাধ্যমে সীমানা প্রাচীর নির্মাণের জন্যে প্রস্তাব প্রেরণ করা হয়েছিল। সভায় বিস্তারিত আলোচনান্তে সিন্ধান্ত গৃহীত হয়। |
পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পটি প্রাক্কলিত মূল্য অনুযায়ী উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের নিজস্ব অর্থ হতে ব্যয় নির্বাহ পূর্বক নির্মাণ করার জন্য সভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিধি বিধান ও স্থানীয় সরকারের সর্বশেষ পত্রের মর্মনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য দায়িত্ব অর্পণ করা হয়। |
উপজেলা নির্বাহী অফিসার |
|
সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও সকল সদস্যকে সভায় নিয়মিত উপস্থিত থাকার জন্য আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
(মোঃ এমরান আলী মোল্লা)
চেয়ারম্যান, উপজেলা পরিষদ
ও
সভাপতি
উপজেলা পরিষদ মাসিক সাধারণ সভা
তানোর, রাজশাহী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
তানোর, রাজশাহী।
স্মারক নংঃ ০৫.৪৩.৮১৯৪.০০০.০৮.০০১.১৪- ৯৯৮(৩৫) তারিখঃ২৯/১২/২০১৪খ্রিঃ।
০১। জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য, ৫২-রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) নির্বাচনী এলাকা।
০২। পরিচালক, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনার কার্যালয়, রাজশাহী বিভাগ, রাজশাহী।
০৩। জেলা প্রশাসক, রাজশাহী।
০৪। উপসচিব, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় , স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০৫। সিনিয়র সহকারী সচিব, উপজেলা-২ ,স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০৬। উপ-পরিচালক,স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী।
০৭। মেয়র মুন্ডুমালা/তানোর পৌরসভা, তানোর, রাজশাহী।
০৮। উপজেলা .......................................... অফিসার, তানোর, রাজশাহী।
০৯। চেয়ারম্যান কলমা/ বাধাইড়/ পাঁচন্দর/ সরনজাই/ তালন্দ/কামারগাঁ/ চান্দুড়িয়া ইউ পি, তানোর, রাজশাহী।
১০। জনাব/বেগম .........................................................,তানোর, রাজশাহী।
|
(মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা) উপজেলা নির্বাহী অফিসার তানোর, রাজশাহী। ফোনঃ ০৭২২৯-৫৬০০২ |
পরিশিষ্ট ‘‘ক ’’ সভায় উপস্থিত সদস্যগণের নামের তালিকা (স্বাক্ষরের ক্রমানুসারে)
ক্রঃ নং |
নাম ও পদবী |
০১। |
জনাব মোঃ এমরান আলী মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী। |
০২। |
জনাব মোঃ আব্দুর রহিম, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী। |
০৩। |
জনাব শ্রীমতি বন্দনা রানী, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী। |
|
জনাব মোঃ লুৎফর হায়দার রশিদ, চেয়ারম্যান, কলমা ইউপি, তানোর, রাজশাহী। |
০৪। |
জনাব মোঃ কামরুজ্জামান হেনা, চেয়ারম্যান, বাধাইড় ইউপি, তনোর, রাজশাহী। |
০৫। |
জনাব মোঃ মোমিনুল হক, চেয়ারম্যান, পাঁচন্দর, তানোর, রাজশাহী। |
|
জনাব মোঃ আব্দুল হান্নান, চেয়ারম্যান, তালন্দ ইউপি, তানোর, রাজশাহী। |
০৬। |
জনাব মোঃ মোসলেম উদ্দিন, কামারগাঁ ইউপি, তনোর, রাজশাহী। |
০৭। |
জনাব মোঃ হাসানুল কবির কামালী, উপজেলা কৃষি অফিসার, তানোর, রাজশাহী। |
০৮। |
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ, তানোর, রাজশাহীর পক্ষে। |
০৯। |
জনাব ডাঃ মোঃ মোখলেছুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার এর প্রতিনিধি তানোর, রাজশাহী। |
১০। |
উপজেলা প্রকৌশলী (এলজিইডি), তানোর, রাজশাহীর পক্ষে। |
১১। |
জনাব মোঃ বায়েজিদ আলম, উপজেলা মৎস্য অফিসার, তানোর, রাজশাহী। |
১২। |
জনাব মোঃ বদিউজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার, তানোর, রাজশাহী। |
১৩। |
জনাব মোঃ সাদিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার,তানোর, রাজশাহী। |
১৪। |
জনাব ফরিদা ইয়াসমীন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, তানোর, রাজশাহী। |
১৫। |
জনাব মাসুদা একরাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, তানোর, রাজশাহী। |
১৬। |
জনাব মোঃ তৌহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার, তানোর, রাজশাহীর । |
১৭। |
জনাব জেসমিন সুরাইয়া বেগম, উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসার, তানোর, রাজশাহীর পক্ষে। |
১৮। |
জনাব মোঃ আব্দুস সাত্তার, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), তানোর, রাজশাহীর পক্ষে। |
১৯। |
জনাব শহিদা মুঞ্জুয়ারা খানম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, তানোর, রাজশাহীর পক্ষে। |
২০। |
জনাব মোঃ রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার, তানোর, রাজশাহী। |
২১। |
জনাব দেবাশীষ দে, ফরেস্টার, বন বিভাগ, তানোর, রাজশাহী। |
২২। |
জনাব মোঃ শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ), তানোর, রাজশাহীর। |
]]
পরিশিষ্ট ‘‘ খ ’’ সভায় অনুপস্থিত সদস্যদের নামের তালিকাঃ
ক্রঃ নং |
নাম ও পদবী |
০১। |
জনাব গোলাম রাববানী, মেয়র, মুন্ডুমালা পৌরসভা, তানোর, রাজশাহী। |
০২। |
জনাব মোঃ আবুল হাসনাত মোখলেছুর রহমান, মেয়র, তানোর পৌরসভা, তানোর, রাজশাহী। |
০৩। |
জনাব মোঃ মোজাম্মেল হক, চেয়ারম্যান, সরনজাই ইউপি, তনোর, রাজশাহী। |
০৪। |
জনাব মোঃ মজিবর রহমান, চেয়ারম্যান, চাঁন্দুড়িয়া ইউপি, তানোর, রাজশাহী। |
০৫। |
জনাব মোঃ নাজমুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তানোর, রাজশাহী। |
০৬। |
জনাব শেখ মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, তানোর, রাজশাহী। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS