চলমান অর্থনৈতিক উন্নয়ন দীর্ঘ মেয়াদে টেকসই করার লক্ষ্যে 'আশ্রয়ণ প্রকল্পের' মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন ও ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনছেন। এ প্রকল্পের আওতায় রাজশাহীর তানোর উপজেলায় ০৪ টি পর্যায়ে ৬৪২ টি ভূমিহীন-গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে, রাজশাহী জেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে কোন পরিব ভূমিহীন-গৃহহীন থাকলে তাদেরকে এ প্রকল্পের অধীনে গৃহ নির্মাণ করে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২২,১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে বিটিভির লিংকের মাধ্যমে সরাসরি সংযুক্ত থাকার জন্য উপজেলা প্রশাসন তানোর জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে তানোর উপজেলার উপকারভোগীগণ, উপজেলা নির্বাহী অফিসার মো: বিল্লাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ, মহিলা ভাইস- চেয়ারম্যান সোনিয়া সর্দার, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, তানোর থানার অফিসার -ইন-চার্জ আব্দুর রহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS