আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, তানোরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় 'টেকসই ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’। দেশে বর্তমানে সাক্ষরতার হার প্রায় ৭৭%। উপজেলা নির্বাহী অফিসার মো: বিল্লাল হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনও বিল্লাল হোসেন বলেন উন্নত ও সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে মূল্যবোধসম্পন্ন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে অনুরোধ জানান। সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অনুষ্ঠানে আলোচনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS