আজ তানোর উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তানোর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: বিল্লাল হোসেনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাকসহ অন্যান্য কর্মকর্তাগণ আলোচনা করেন। অনুষ্ঠান শেষে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ০৮ জন দু:স্থ ও অসহায় প্রশিক্ষিত মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এছাড়া, উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের মধ্যে গরুর বাছুর ও হাস বিতরণ করা হয়েছে।বিকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS