আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, তানোরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ করে শেষ হয়েছে। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ফজলুর রহমান এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বার্নাবাস হাসদাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসাইন খানসহ অন্যান্যরা সভায় সেবাপ্রার্থীদের তথ্য প্রদানের উপর গুরুত্বারোপ করেন। ইউনও মো: বিল্লাল হোসেন বলেন সকল সরকারি বেসরকারি দপ্তরগুলোকে নিয়ম বিধি অনুসরণ করে সেবাগ্রহীতাদেরকে সেবা প্রদান করতে হবে। তিনি সরকারি দপ্তরগুলোকে নিয়মিতভাবে পোর্টালে তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ জানান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS